কালকাতা জুড়েই এখন ‘ভাইজান’র বাজিমাত। সেই ভাইজানকে নিয়ে বেশ জমিয়ে আড্ডা দিলেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। মিমির ভ্যানিটি ভ্যানে সময় কাটাতে দেখা গেল ভাইজানকে। চুমু খাওয়া থেকে শুরু করে ঝগড়া, নাচ সবই করছেন তিনি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মূখার্জী ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘হামি’ ছবির দ্বিতীয় গান ‘ভুটু ভাইজান’। সেখানে দেখা গেছে ‘খুদে ভুটু ভাইজান’ আসলে বলিউড সুপারস্টার সালমান খানের ফ্যান। বেশ বড় মাপেরই ফ্যান। নেটিজেনদের অধিকাংশই মনে করছেন এ বছরের সেরা পার্টি গান হয়েছে ‘ভুটু ভাইজান’। শুধু বছরের সেরা পার্টি সং বলেলে একটু ভুল বলা হবে, বছরের সেরা চমকও বটে। কারণ শিবু-নন্দিতার ছবিতে পার্টি সং থাকে সেটাই তো ভাবতে পারেননি দর্শক। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের লেখা শ্রেয়ান ভট্টাচার্যের মিষ্টি গলায় গানটি এরইমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কলকাতায়। ‘হামি’ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১১ মে।