আন্তর্জাতিক ডেস্ক :শক্তিশালী ধূলিঝড়ের আশঙ্কায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে সতর্কতা জারি করা হয়েছে। এ ঘটনায় নগরের বিভিন্ন স্কুল-কলেজ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এমনটা জানানো হয়ছে। খবরে বলা হয়, মঙ্গলবার সকাল থেকে রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় বজ্রবৃষ্টিসহ শক্তিশালী ধূলিঝড় আঘাত হানতে পারে-এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ আশঙ্কায় সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপরই পূর্ব প্রস্তুতি হিসেবে দিল্লির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিকেলে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া দেশটির আইনশৃঙ্খলা বাহিনীকেও সর্তক অবস্থানে থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতর বলছে, ৯০ কিলোমিটার বেগে এই ঝড় আঘাত হানতে পারে। এর আগে সোমবার (০৭ মে) সকাল ১১টায় গুরগাঁওয়ে ও দিনগত মধ্যরাতে দিল্লিতে ধূলিঝড়ের ভয়াবহতা দেখা দেয়। গত সপ্তাহে ধূলিঝড় ও বজ্রবৃষ্টিতে ভারতের উত্তরপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশসহ দক্ষিণের বিভিন্ন রাজ্যে দেড় শতাধিক হতাহতের ঘটনা ঘটে। এরপরই ২০টি রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়ে সতর্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।