স্টাফ রিপোর্টার: ফেনীর দাগনভূঁঞায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুসা আলম মাসুদ নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জয়লষ্কর ইউনিয়নের খুশীপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।নিহত মাসুদ উপজেলার জয়লষ্কর ইউনিয়নের খুশীপুর এলাকার শাহ আলমের ছেলে। দাগনভূঁঞা থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়, এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী মাসুদ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতের বিরুদ্ধে দাগনভূঁঞা থানায় দু’টি ধর্ষণ, দু’টি ডাকাতি ও হত্যা মামলাসহ ছয়টি মামলা রয়েছে।