স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি। রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, পুলিশ সুপার রিফাত হোসেন শামীম, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক আবদুল মতিন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সিভিল সার্জন ডা: খুরশীদ আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন প্রমুখ। ইফতার অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।