1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জে সিরাতুন্নবী (স:) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দৌলতপুরে বিভিন্ন পূজা মন্ডপে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান। শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহন হিডানকিও মানিকগঞ্জে পূজামন্ডপ পরিদর্শন করলেন সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক  মানিকগঞ্জ শিশু হাসপাতাল নানা অনিয়ম ও রোগীদেরকে জিম্মি করে দেদারছে ব্যবসা করে যাচ্ছে সরকারি-বেসরকারি শিশু চিকিৎসকেরা মানিকগঞ্জে লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গাছের চারা বিতরণ বৃহস্পতিবার বন্ধ থাকবে ব্যাংকও ত্বকের দুর্গন্ধ দূর করতে ফিটকিরির ৪ রকম ব্যবহার চ্যাম্পিয়নস ট্রফি: ভারত ফাইনাল খেললে ম্যাচ দুবাইয়ে সৃজিত-মিথিলার ‘নিস্তব্ধ’ দাম্পত্য জীবন নিয়ে সরব তসলিমা

মানিকগঞ্জে বকেয়া বেতন ভাতার দাবিতে প্রশিকা শ্রমিকদের অনশন

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুন, ২০১৮
  • ১১৭৪ বার দেখা হয়েছে

মো: আকতার হোসেন: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা প্রশিকা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে অনশন কর্মসূচি পালন করছে সেখানকার শ্রমিকেরা। বুধবার সকাল থেকে প্রশিকা অফিসের সামনের গেটে আমরন অনশনের যোগ দেন সেখানকার শতাধিক শ্রমিকেরা। প্রশিকার কৈট্টা কেন্দ্রের আইডিবি শাখার স্টোর কিপার মিহির রঞ্জন রায়  জানান, ১৮ বছর যাবৎ তিনি প্রশিকায় কর্মরত রয়েছেন। গত ১৫ মাস যাবৎ তিনি কোন বেতন ও উৎসব বোনাস পাচ্ছে না। এতে করে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে অসহায়ভাবে দিনরাত্রি পার করছেন তিনি। ছেলে মেয়েদের পড়াশুনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এই অবস্থার পরিত্রান চান তিনি। প্রশিকার সার্ভিসেস সুপারভাইজার আকতার হোসেন জানান, প্রশিকার ওই চাকুরীর উপর নির্ভর করে তার সংসার জীবন। টাকা পয়সার অভাবে সন্তানদের পড়াশুনা বন্ধ হয়ে যাওয়ার পথে। অর্থনৈতিক অভাবের কারণে এইচ.এস.সি পরীক্ষায় বড় ছেলে ভালো ফলাফল করার পরেও তাকে মেডিকেল ভর্তি কোচিং করাতে না পারায় সেও মেডিকেলে পড়াশুনার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শ্রাবনী ধর নামে আরেক কর্মী জানান, দীর্ঘ সময় ধরে তারা বেতন ভাতা থেকে বঞ্চিত। বিষয়টিকে কেন্দ্র করে এর আগেও আন্দোলন, মানববন্ধন, ও অনশন পালন করেও কোন ফলাফল আসেনি। এতে করে প্রশিকার শতাধিক কর্মীর ঈদ আনন্দ নেই বলেও মন্তব্য করেন তিনি। প্রশিকা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম জানান, এক বছর দুই মাস আগে বেতন ভাতার দাবি নিয়ে আন্দোলন করে ওই শ্রমিকেরা অফিস থেকে বের হয়ে যায়। পরে অনেক চেষ্টার পরেও তারা আর কাজে যোগদান না করায় নতুন করে শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। হুট করে তারা আজ অবৈধভাবে প্রশিকায় প্রবেশ করে অনশনের মাধ্যমে প্রশিকার সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, প্রশিকায় শ্রমিকদের অনশনের খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury