মো: আরিফ হোসেন :
সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চরজামালপুরে তরুন সমাজের উদ্যোগে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ২০১৮ ইং শুরু হয়েছে। শুক্রবার বিকালে চরজামালপুর ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে চরজামালপুর তরুণ সংঘ এর আয়োজনে উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা দেওয়ান মনিরুজ্জামান হিরু,সিংগাইর থানার পুলিশ পরিদর্শক মো: আনোয়ার হোসেন, বায়রা ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিদুর রহমান মহিদ, শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো: ফরিদ উদ্দিন সিকদার, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ও বায়রা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান সেন্টু প্রমুখ। উদ্ধোধনী খেলায় ট্রাইফিকারে কাংসা একাদশ ০-১ গোলে হরিরামপুর সাকুটিয়া এসএস ক্লাব বিজয়ী লাভ করে। টুর্ণামেন্টে ৮ টি দল অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় বিজয়ী দলকে আকর্ষনীয় ব্যান্ড নিউ ফ্রিজ ও রানার্স আপ দলকে ১৭ ইঞ্চি কালার টেলিভিশন পুরস্কার দেওয়া হবে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনপ্রিয় কন্ঠ শিল্পী মমতাজ বেগম।