স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের ঘিওরে কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিদ্যুতস্পৃষ্টে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ঝাড়–দারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক নালী ইউনিয়নের কলতা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি ওই বিদ্যালয়ে ঝাড়–দারের চাকুরী করতেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক জানান, বিদ্যালয়ের নব নির্মিত তিনতলা ভবনের সিড়িতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। প্রায় ৩০ বছর ধরে তিনি এই বিদ্যালয়ে চাকরী করে আসছেন। পারিবারিক জীবনে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানের জনক। দুর্ঘটনার পরপরই বিষয়টি ঘিওর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।