স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ সদর উপজেলার আটিকগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়কে জাতীয় করনের দাবীতে মানববন্ধন করা হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবারীর আয়োজনে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবেদা আক্তার,দাতা সদস্য মো.মোশারফ হোসেন,কো-অপ্ট সদস্য এসএম দুলাল ও অভিভাবক সদস্য মো.আবুল হোসনসহ বিদ্যালয়ের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদ্যালয় সরকারি করণের দাবীতে অত্র বিদ্যালয়ের ৪শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ গ্রহন করেন।