স্টাফ রিপোর্টার: ঘন কুয়াশার কারণে দুই দফায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে। বুধবার সকাল সোয়া ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমে গেলে রাত পৌনে ৩টায় শুরু হয় ফেরি চলাচল। আবার ভোর ৬টায় কুয়াশা বেড়ে গেলে ফের বন্ধ রাখা হয় ফেরি চলাচল। পরে আবার কুয়াশা কমে গেলে সকাল সোয়া ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়। পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুশায়ায় মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে দুই দফায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমে গেলে সকাল সোয়া ৮টায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় বাস, ট্রাক ও ছোট গাড়ি মিলে কয়েকশ’ যানবাহন পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।