স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের আইনশৃঙ্খলা সুষ্ঠ রাখতে ও যে কোন ধরনের অপতৎপরতা রোধে পুলিশের মোটরসাইকেল মহড়া শুরু হয়েছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর থানা প্রাঙ্গন থেকে এই মহড়া শুরু হয়। মহড়ায় জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও ট্রাফিক পুলিশ অংশ নেয়। মোটরসাইকেল মহড়াটি হর্ণ বাজিয়ে শহরের গুরুত্বপুর্ন সড়কসহ বেউথা, সেওতা, বান্দুটিয়া, দাশড়া, মানরা এলাকাসহ বিভিন্ন এলাকায় ঘুরে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, এই মহড়ার উদ্দেশ্য হচ্ছে যে কোন অপতৎরাতার বিরুদ্ধে জনগনের মাঝে একটা ম্যাসেজ পৌছে দিতে, যাতে করে দুষ্কৃতিকারী, অপতৎপরতাকারীরা যেন কোন ধরনের বিশৃঙ্খলা ঘটাতে না পারে। এই ধরনের মহড়া প্রতিদিনই কোন না কোন এলাকায় চলবে।