স্টাফ রিপোর্টার
আগামী একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠ,শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য হওয়ার আহবানে মানিকগঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।সোমবার দুপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সুজনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দীলিপ কুমার সরকার,সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মুর্শিদুল ইসলাম শিমুল,মানিকগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কচি,প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক মো.গিয়াসউদ্দিন নান্নু ও সমন্বয়কারী ইকবাল খানসহ জেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের সুজনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দীলিপ কুমার সরকার লিখিত বক্তব্যে আগামী নির্বাচন সুষ্ঠ,শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য হওয়ার জন্য নির্বাচন কমিশন,সরকারের প্রতি,রাজনৈতিক দলের প্রতি,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি,গণমাধ্যমের প্রতি,পার্থী ও সমর্থকসহ ভোটারদের প্রতি আহবান করেন।