মো: আরিফ হোসেন
মানিকগঞ্জে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা পেল হাজারো গ্রামবাসী। মঙ্গলবার সদর উপজেলার গড়পাড়া গ্রামের বহুমুখি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ সেনাবাহিনী সাভার অঞ্চল কর্তৃক গবাদি প্রাণী ও হাস মুরগীর সারাদিন ব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্পে গ্রামবাসীরা এ চিকিৎসা সেবা গ্রহণ করে।
সকালে লেঃ কর্ণেল রেজাইল করিম পি .এম.সি আনুষ্ঠানিক ভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ডি .এল.ও ডাঃ ফরহাদুল আলম, ইউ এল.ও ডাঃ আব্দুর রাজ্জাক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুন সরদার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমুখ। সকাল থেকেই ক্যাম্পস্থলে হাস, মুরগী, গরু, ছাগল, ঘোড়াসহ বিভিন্ন প্রাণী আশেপাশের গ্রাম থেকে পুরুষ ও মহিলারা চিকিৎসা সেবা গ্রহণের জন্য নিয়ে আসতে থাকে। পাশ^বর্তী পাইনখোরা গ্রাম থেকে করিম জানান, তার গরু ঠিক মতো খাওয়াদাওয়া করতে পারতো না। এই ক্যাম্পে এসে তার গরুর ফ্রি চিকিৎসা ও ঔষুধ পেয়েছে। সেনাবাহিনী কর্তৃপক্ষ জানায়, সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। ফ্রি ক্যাম্পে কৃষকদের গরু লালন – পালনে খামারি তৈরীতে উৎসাহিত করা, গরু মোটাতাজা করণ, গরুর উন্নত জাতের ঘাস উৎপাদনের পরামর্শ,কৃমিনাশক ঔষুধ ও টিকা প্রদান করা হয়। ক্যাম্পে সেনাবাহিনীর নিজস্ব ও স্থানীয় প্রাণী চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান করা হয়। ক্যাম্প শেষে স্থানীয় কয়েকটি স্কুলে ফুটবল ও ভলিবল উপহার দেওয়া হবে বলেও জানান। ক্যাম্পটি বাস্তবায়নে ঔষুধিয় সহয়তা করেছেন নাভানা,স্কয়ার ও এসিআই কোম্পানী।