নাইজেরিয়ার আবুজাতে চলছে এশিয়ান চলচ্চিত্র উৎসব। এতে দেখানো হবে জয়া আহসান অভিনীত ‘খাঁচা’। গতকাল (১০ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ উৎসবের দ্বিতীয় দিন আজ (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দেখানো হবে এটি। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির পরিচালক আকরাম খান।
জানা যায়, পাঁচ দিনের এ উৎসব শেষ হবে আগামী ১৪ ডিসেম্বর। এতে বাংলাদেশ ছাড়াও ইরান, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া, জাপানসহ মোট ১০টি দেশ অংশগ্রহণ করছে। গতকাল বাংলাদেশ সময় রাত নয়টায় উৎসব উদ্বোধন করেন নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনার এম শামীম আহসান। এতে অনেক প্রবাসী বাংলাদেশিও অংশ নেন।
‘খাঁচা’ ছবির পরিচালক আকরাম খান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এটি ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র। বাইরে প্রদর্শনী বা উৎসবটা তারা দেখভাল করছে। এছাড়াও আগামী জানুয়ারিতে এটি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে আমাদের।’
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোট গল্প ‘খাঁচা’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান। দেশভাগের কাহিনি নিয়েই সাজানো হয়েছে এটি। আজাদ আবুল কালাম এতে অভিনয়ও করেছেন। এছাড়াও আছেন মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী সুজন, কায়েস চৌধুরী, পিদিমসহ অনেকে।
ছবিটি গত বছর অস্কারের পাঠানোর জন্য নির্বাচন করা হয়েছিল। ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর এটি মুক্তি পায়।