আমার বর্ষাবরণ মনে তুই সামান্য খড়-কুটো/ জানি বাঁচবো না আর আমি যদি ছেড়ে দিস এই মুঠো…। এমন রোমান্টিক কথার গান নিয়ে শিগগিরই হাজির হচ্ছেন ন্যানসি। তারসঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজল আরিফ। সোমবার (১০ ডিসেম্বর) রাজধানীর মগবাজারের গায়েন বাড়ী ও সম্পর্ক নামক দুটি আলাদা স্টুডিওতে গানটির রেকর্ডিং ও ভিডিও শুটিং হয় কাছাকাছি সময়ে।
‘বর্ষাবরণ’ গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। কাজল আরিফের সুরে এর সংগীতায়োজন করেছেন মীর মাসুম।
ন্যানসির সঙ্গে প্রথম গাওয়া প্রসঙ্গে তরুণ সুরকার ও কণ্ঠশিল্পী কাজল আরিফ বলেন, ‘নিজের মধ্যে খুব ভালোলাগা কাজ করছে। ন্যানসি আপার গায়কী সম্পর্কে সবাই অবগত। এই গানটিও তিনি খুব দরদ দিয়ে গেয়েছেন। আমিও চেষ্টা করেছি ভালো সুর করতে ও গাইতে।’
গানটির মিউজিক ভিডিও নির্মাণ প্রায় শেষের পথে। এতে অংশ নিয়েছেন শিল্পী দুজনেই। যা শিগগিরই প্রকাশ পাবে বলে জানান কাজল আরিফ।