সিংগাইর প্রতিনিধি:
বিএনপির নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও নেতাকর্মীদের নামে পুলিশের মামলা উপেক্ষা করে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর ও সদর উপজেলার পুটাইল, ভাড়ারিয়া, হাটিপাড়া ইউনিয়ন) আসনের জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত চারিগ্রামে নির্বাচনী শোডাউন মিছিল করেছেন। রবিবার বিকালে প্রার্থীর নিজ বাস ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি চারিগ্রাম বাজার, দাশেরহাটি, চর দাশেরহাটি, উত্তর চারিগ্রাম, দক্ষিন চারিগ্রাম, উত্তর জ্যাইল্যাসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে প্রায় ৫ কিলোমটিার সড়ক ঘুরে এসে একই স্থানে শেষ হয়। এসময় ধানের শীষের স্লোগান শুনে আশে পাশের শত শত লোক মিছিলে অংশ নেয়। খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন,শান্ত ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন, স্লোগানে স্লোগানে মখরিত হয়ে উঠে পুরো এলাকা।
মিছিল শেষে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, আওয়ামী সন্ত্রাসীর হুমকী ও প্রশাসনের একের পর নেতাকর্মী ও সমর্থদের নামে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রশাসনকে নিরপেক্ষভাবে তাদের উপর দায়িত্ব সঠিকভাবে পালন করার আহবান জানান। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী সন্ত্রাসীদের হুমকি-ধামকির ভয়ে ঘরে বসে থাকলে চলবে না। সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলে আমাদের বিজয় অর্জন করতে হবে। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিতে হবে। প্রশাসন ও ক্ষমতাসীনদের সব বাধানিষেধ উপেক্ষা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ঐক্যবন্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি। তিনি আরোও বলেন, নির্বাচনে অংশ নেওয়ার মূল লক্ষ হলো বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সমাজের নানা শ্রেনী-পেশার শতশত মানুষ মিছিলে অংশ নেয়।।###