শিবালয় প্রতিনিধি
শিবালয় উপজেলা কেন্দ্রীয় আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কর্তৃপক্ষ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসন, সহকারী কমিশনার ভুমি নাহিয়ান আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউছুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসনে আরা, দাতা সদস্য আব্দুল হালিম । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. ইউসুফ আলী, চাঁন্দু মিয়া ও শিক্ষর্থী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। পরে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন।