1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজবাড়ীতে অধ্যক্ষ ইয়ামিন আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মানিকগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত সিংগাইর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনান জামানের বিরুদ্ধে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন মহাদেবপুর সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জের  জাতীয়তাবাদী পেশাজীবিদের পক্ষ থেকে ফেনীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে  ঢেউটিন বিতরণ মানিকগঞ্জে আল ফালাহ যুব সংঘের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস নির্নয় ক্যাম্পিং অনুষ্ঠিত। মানিকগঞ্জে ছাত্র-জনতার শহীদি মার্চ অনুষ্ঠিত মানিকগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী হৃদয় গ্রেপ্তার মানিকগঞ্জের মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ মানিকগঞ্জে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মানিকগঞ্জের ৩টি আসনেই এমপি হলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের ৩ সদস্য

  • প্রকাশের সময় : বুধবার, ২ জানুয়ারী, ২০১৯
  • ১১২৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জের ৩টি আসনেই এমপি হলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের ৩ জন সদস্য। মানিকগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন এ এম নাঈমুর রহমান দূর্জয়, মানিকগঞ্জ-২ আসনে মমতাজ বেগম এবং মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচিত হয়েছেন জাহিদ মালেক স্বপন। নির্বাচিত এই ৩ জনই মানিকগঞ্জ প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য। মানিকগঞ্জ প্রেসক্লাবের ১১জন আজীবন দাতা সদস্যের মধ্যে জাহিদ মালেক স্বপন ১নং, এ এম নাঈমুর রহমান দূর্জয় ২ নং এবং মমতাজ বেগম ১১ নং দাতা সদস্য। মানিকগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নির্বাচিত এই তিনজন এমপিকে অভিনন্দন জানিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যা ও রাতে নির্বাচিত এমপিদের বাসভবনে যেয়ে তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সহ-সভাপতি আহমেদ সাব্বির সোহেল, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ^াস, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুজন, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী,সহ-সভাপতি মো: কাবুল উদ্দিন খান,সহ-সম্পাদক মনিরুল ইসলাম মিহির, দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও জেলা সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক মো: আকরাম হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নির্বাচিত ৩ জন এমপিই আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। জাহিদ মালেক স্বপন বর্তমান সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি এ পর্যন্ত  ৪ বার মনোনয়ন পেয়ে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কন্ঠশিল্পী মমতাজ ২০১৪ সালেও এমপি নির্বাচিত হন। এর আগে তিনি ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ, এবার দিয়ে তিনি ৩ বার সংসদ সদস্য হলেন। আর নাঈমুর রহমান দূর্জয় টানা দ্বিতীয়বারের মতো এমপি হলেন।  এবারের নির্বাচনে এএম নাঈমুর রহমান দূর্জয় নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ২ লাখ ৫৩ হাজার ১৫১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী খোন্দকার আব্দুল হামিদ ডাবলু পেয়েছেন  ৫৮ হাজার ১৮২ ভোট ।  এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী মো. খোরশেদ আলম পেয়েছে ৩,৮৩০ ভোট, বাংলাদেশ মুসলিম লীগ সমর্থিত প্রার্থী মো. ফারুক হোসেন আসাদ পেয়েছে ১২৫ ভোট । এই আসনে মোট ভোট ৩, ৮৪, ৬১০ এবং প্রদত্ত ভোট ৩, ১৮, ৭৫৪। অর্থাৎ এই আসনে ভোট পড়েছে শতকরা ৮২.৮৭ ভাগ। এই আসনে বাতিলকৃত ভোটের সংখ্যা ৩,২৭০। মমতাজ বেগম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ২ লাখ ৭২ হাজার ৫২১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত ধানের শীষে প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৮৩ ভোট । এছাড়া জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী এস এম আব্দুল মান্নান পেয়েছেন ৫৫৮ ভোট, বিকল্পধারা বাংলাদেশ সমর্থিত প্রার্থী গোলাম সারোয়ার মিলন পেয়েছেন ২৪৬ ভোট. বাংলাদেশ তরিকত ফেডারেশন সমর্থিত প্রার্থী ফেরদৌস আহমেদ পেয়েছেন ২৭৫ ভোট। এই আসনে মোট ভোট ৪, ০৬, ২৪৫ এবং প্রদত্ত ভোট ৩, ৩৬, ৭০৯। অর্থাৎ এই আসনে ভোট পড়েছে শতকরা ৮২.৮৮ ভাগ। এই আসনে বাতিলকৃত ভোটের সংখ্যা ১২, ০৬১। জাহিদ মালেক স্বপন নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য ফ্রন্টের মনোনীত প্রার্থী গণফোরামের মফিজুল ইসলাম খান কামাল উদীয়মান সূর্য় প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯০৪ ভোট। এই তিনজন প্রার্থী ২০১৪ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী জহিরুল আলম রুবেল পেয়েছেন ১, ২০৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী মো. ইব্রাহিম হোসেন পেয়েছেন ২, ৬৪৪ ভোট এবং বাংলাদেমের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম অভি পেয়েছেন ৪৪৭ ভোট। এই আসনে বাতিলকৃত ভোটের সংখ্যা ৬,০৬৬। এই আসনে মোট ভোট ৩, ১৯, ৭২২ এবং প্রদত্ত ভোট ২, ৬০, ৮৬৪। অর্থাৎ এই আসনে ভোট পড়েছে শতকরা ৮১.৫৯ ভাগ। মানিকগঞ্জের তিনটি আসনে ভোট পড়েছে গড়ে শতকরা ৮২.৪৪ ভাগ। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারীভাবে ঘোষিত প্রাপ্ত ফলাফলে এটা পাওয়া যায়।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury