স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে আনন্দ মিছিল, আলোচনা সভা, কেক কেটার মধ্য দিয়ে পালিত হয়েছে বহুল প্রচারিত জাতীয় দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার সকাল দশটায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শুভ সংঘের সভাপতি কাশিনাথ সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন কালেরকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ও জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম সাবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা সাংবাদিক সমিতির সহ সভাপতি মো: কাবুল উদ্দিন খান, সাংবাদিক ওয়াজেদ আলম লাবলু, শুভসংঘের সদস্য নুসরাত ফারিয়া প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক শামমীম জোপা বৃষ্টি। আলোচনা শেষে শহরের প্রধান প্রাধন সড়কে একটি আনন্দ র্যালি বের হয়। পরে কেক কাটা এবং সকলকে মিস্টিমুখ করানো হয়।