স্টাফ রিপোর্টার: ট্রাক চাপায় প্রিয় শিক্ষক ডাঃ মজ্ঞুর আলম খানের মৃত্যুতে মানিকগঞ্জে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কর্ণেল মালেক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রবিবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কর্ণেল মালেক মেডিকেল কলেজের শিক্ষার্থী আব্দুল আহাদ,মুসাব্বির সিয়াম, অভিজিৎ সরকার, ইয়ামুন ফাবিহা, তানভির আমিরাত,সালমান আব্দুল্লাহসহ অনেকেই। ঘটনার চারদিন পার হয়ে গেলেও ট্রাক চালক ও হেলপারকে গ্রেফতার করতে না পারায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা দোষী ট্রাক চালককে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান। প্রসঙ্গত,গত ১০ জানুয়ারী ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রীজের কাছে বেপরোয়া বালু বোঝাই ট্রাকের চাপায় ডাঃ মজ্ঞুর আলমের মুত্যু হয়।