শিবালয় প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বনগ্রামে আগুনে পুড়ে গেছে এক কৃষকের ঘর। বৃহস্পতিবার দুপুর পৌনে বারটার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তবে কিভাবে এবং কোথায় থেকে আগুন লাগলো তা বলতে পারছেন না বাড়ির মালিক সেলিম মোল্লা। ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় সে। সে জানায় এই অগ্নিকান্ডে তার বসতঘরসহ ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র এবং বিদেশে যাবার জন্য রক্ষিত ৬৭ হাজার টাকা পুড়ে গেছে। স্ত্রী-কন্যা নিয়ে কোথায় থাকবেন তা নিয়ে সে এখন খুবই চিন্তিত। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা বলেছেন, ক্ষতির পরিমান এখনও নিরুপন করা যায়নি।