1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিবালয়ে মাছ শিকারীর জালে ৩০ কেজির বাঘাইর, ৩৫ হাজারে বিক্রি মানিকগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবি আদায়ে  বিক্ষোভ মানিকগঞ্জে বিএনপির নেত্রী রিতার কঠোর হুশিয়ারি চাঁদাবাজির কোন স্থান নেই বিএসজেএ’র সভাপতি হলেন মানিকগঞ্জের আরিফুর রহমান বাবু শিবালয়ে বিকাশের এজেন্টকে মারধর করে টাকা লুট গাজায় হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ  মানিকগঞ্জে উন্নয়ন তহবিলের টাকা আত্মসাৎ ও মসজিদের জমি দখলের অভিযোগ এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে পয়লা বৈশাখের মোটিফ বানানোর কারণে বিখ্যাত চিত্রশিল্পীর বাড়িতে অগ্নিসংযোগ মানিকগঞ্জের সিংগাইরে ভোরের কাগজের সাংবাদিক মাসুম বাদশার উপর সন্ত্রসীরা হামলা বর্ণাঢ্য আয়োজনে মানিকগঞ্জ দৌলতপুরে পহেলা বৈশাখ উদযাপন

হরিরামপুরের প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত আকস্মিক সচিব, বরখাস্ত ৭ শিক্ষক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১৭৫৩ বার দেখা হয়েছে

শুভংকর পোদ্দার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আকরাম-আল হোসেন আকস্মিক সফরে গিয়ে বিদ্যালয়ে উপস্থিত না পাওয়ায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার  ৭ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন পদ্মার চরাঞ্চলে অবস্থিত ৭টি সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের শিক্ষক। বিনা ছুটিতে তারা বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বিকালে শিক্ষকদের সাময়িক বরখাস্তের আদেশ দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রওশন আলী।

সাময়িক বরখাস্তকৃত শিক্ষকরা হলেন,ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিদুর রহমান, সুতালড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজাহান আক্তার স্বর্ণা, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকলেছিন আহম্মেদ, হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভ্র সাহা, হারুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মণি মিয়া, পুর্ব আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক স্মৃতি আক্তার এবং এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃআরমান।

মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী জানান, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয়ের সচিব আকরাম-আল হোসেন ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক ইন্দ্রভূষণ দেবকে সঙ্গে নিয়ে আকস্মিক হরিরামপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে অবস্থিত স্কুল গুলো পরিদর্শনে আসেন। ঢাকা জেলার দোহার এলাকা থেকে স্পীডবোটে তিনি চরে পৌঁছলেও তার এই সফরের খবর মানিকগঞ্জের কর্মকর্তাদের জানাছিলো না। সচিব মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরের ৭ টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে ৭ জন শিক্ষককে কর্মস্থলে অনুপস্থিত পান। মন্ত্রণালয় ওই সকল শিক্ষকদের বিষয়ে তথ্য চান। পরে বিনা ছুটিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগে ওই ৭ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury