স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় মানিকগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলামের আয়োজনে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পৌর আওয়ামীগের আঞ্চলিক কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.জাহিদুল ইসলাম জাহিদ, স্বেচ্ছাসেকলীগের নিউওয়ার্ক যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান যুবায়ের, সদর থানা যুবলীগের সভাপতি মো.খলিলুর রহমান, জেলা শ্রমিক লীগের সহ সভাপতি মোস্তফা কামাল, যুগ্ন সম্পাদক কাইয়ুম খান, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো: জুলফিকার রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রোস্তম, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক হৃদয় হোসেন জকিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।