স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকের প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এনামুল হক রুবেল আলেম সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে পৌর এলাকায় ব্যাপক গণ সংযোগ করেছেন।
রবিবার সকাল মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডের সিদ্দিক খান সুপার মার্কেটের সামনে থেকে বের হয়ে শহীদ রফিক সড়ক, পৌর বিপণী মার্কেট, মানিকগঞ্জ প্রেসক্লাব এলাকা, তৃপ্তি প্লাজা, বড় বাজার, মাদরাসা রোড়, মানিকগঞ্জ পৌরসভা, জেলা আইজীবী সমিতির ভবন,জজ কোর্ট এলাকা, সরকারি দেবেন্দ্র কলেজের সামনে বিভিন্ন দোকান পাট, প্রতিষ্ঠান গিয়ে উন্নয়নের কথা বলে উড়োজাহাজ মার্কায় ভোট চান এনামুল হক রুবেল।
গণ সংযোগকালে বিশিষ্ট ব্যবসায়ী খোকন ইসলাম, সদর থানা যুবলীগের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সাধারন সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, সদর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি অমিত হাসানসহ আওয়ামীলীগ,স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রচার প্রচারণা কালে ভাইস চেয়ারম্যার প্রার্থী এনামুল হক রুবেল সাংবাদিকদের বলেন, প্রথমে আলেম সমাজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তারা আমার ডাকে সারা দিয়ে আমার পাশে এসে দাড়িয়েছে। আমি দীর্ঘদিন সফলতার সাথে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছি।
তাই প্রচার প্রচারণার সময় আমি যেখানেই যাচ্ছি সেখানেই আমাকে দেখে শত শত লোক এগিয়ে এসে আমাকে সমর্থন করছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে প্রচার প্রচারণায়ও ব্যাপক সারা পাচ্ছি। আশা করছি আগামী ২৪ তারিখের নির্বাচনে উড়োজাহাজ মার্কায় বিপুল ভোটের মাধ্যমে আমাকে জয়ী করবে। আমি নির্বাচিত হলে প্রথমেই সদর উপজেলাকে মাদক মুক্ত করতে কাজ করে যাব। এছাড়া এলাকার মসজিদ, মাদরাসা, রাস্তাঘাটসহ এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাব।