স্টাফ রিপের্টার
মানিকগঞ্জের ঘিওরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখী সংর্ঘষে পিতা-পুত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় ঢাকা- আরিচা মহাসড়কের পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের মধুখালী এলাকার ওবায়েদুল ইসলাম(৩৫) ও তার ছেলে আব্দুল্লাহ(৪)।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনর্চাজ ইয়ামীন-উদ দৌলা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওবায়েদুল তার চার বছর বয়সী ছেলেকে নিয়ে মোটরসাইকেল যোগে ফরিদপুর যাচ্ছিলেন। এসময় পুকুরিয়া এলাকায় আসলে অপরদিকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা নীলাচল পরিবহনের একটি বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনা স্থলে পিতা ও পুত্র নিহত হন। বাস রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও তিনি জানান।