স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের সাত উপজেলার চারটিতে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বাকী তিন উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থীর পাশাপাশি রয়েছে আওয়ামীলীগের বিদ্রোহী।সাত উপজেলায় চেয়ারম্যানপদে নয়জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪৯জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। শনিবার সকালে জেলার বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহনের সরঞ্জাম ও মালামাল পাঠানোর হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হবে। আর এই বিষয়ে সকাল নয়টায় সদর উপজেলার নির্বাচনী প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে ব্রিফিং হয়েছে। প্রত্যেক প্রিজাইডিং কর্মকর্তাকে একটি করে ট্যাব দেওয়া হয়েছে। ইভিএম এ কিভাবে ভোট দেওয়া হবে, ট্যাবের মাধ্যমে কেন্দ্র থেকে ফলাফল কিভাবে ঘোষনা করা হবে সেটির বিষয়ে ব্রিফিং দিবেন বিমান বাহিনীর উইং কমান্ডার মতিউর রহমান।
সাত উপজেলায় মোট ভোটার রয়েছেন ১১ লাখ ১০হাজার ৬৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৫২ হাজার ৭২১জন এবং নারী ভোটার ৫ লাখ ৫৭ হাজার ৯৭৪ জন।