স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির গুরুত্বর্পূন পদে নব-নির্বাচিত পাঁচজন সদস্যকে সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনের হল রুমে লইয়ার্স ফ্রেন্ডস-২৫ এর উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আল-আযান পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট আমিনুল হক আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধরণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান লিটন, বঙ্গবন্ধ আওয়ামী আইনজীবী পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান প্রমূখ। এছাড়াও লইয়ার্স ফ্রেন্ডস ২৫- এর সদস্যরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিতরা হলেন,জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলীপ কুমার রাজবংশী, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মো.খোরশেদ আলম, পাঠাগার অ্যাডভোকেট মো.আরশেদ আলী,সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো.বজলুর রহমান এবং অডিটর অ্যাডভোকেট মো: দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে স্বাগতা বক্তব্য রাখেন অ্যাডভোকেট আল মামুন খান এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট মো.মোতাহার হোসেন।
উল্লেখ্য যে,গত ২৮ ফেব্রুয়ারী-১৯ ইং তারিখে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।