শিবালয় প্রতিনিধি :
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২ এঘটনায় আহত হয়েছে ১৪ জন। শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মুশুরিয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনচার্জ ইয়ামিন-উদ-দৌলা জানান, শুক্রবার বিকেলে পাটুরিয়াগামী রাবেয়া পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজ বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ঘে ঘটনাস্থলেই ট্রাকচালক মারা যায় এবং হাসপাতালে নেওয়া পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান।