মো: সফি আলম/আরিফ হোসেন
মানিকগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সেওতায় নতুন একটি রাস্তা নির্মান কাজের উদ্বোধন হয়েছে।
সোমবার দুপুরে এই নির্মানকাজের উদ্বোধন করেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, স্থাণীয় কাউন্সিলর আবুল কালাম আজাদ মাস্টার,স্থানীয় নারী সংরক্ষিত কাউন্সিলর নাজমা আক্তার, পৌরসভার সহকারি প্রকৌশলী আ.ন.ম গিয়াস উদ্দিন, হাজী আব্দুস সত্তার, বিশিষ্ট ব্যবসায় মিজানুর রহমান মিন্টু,কাজী হেমায়েত হোসেন হিমু, আব্দুর রউব, তাকবির কনাস্ট্রাশনের পরিচালক ও জেলা পরিষদের সদস্য আবুল বাশার, সাবেক কাউন্সিলর খৈইমুদ্দিন আহম্মেদ, আরিফুর রহমান মাতাব্বর, সাংবাদিক মনিরুল ইসলাম মিহির,মির্জা মাতাব্বর, সিরাজুল ইসলাম মাতাব্বর, মিজানুর মাতাব্বর, রহম আলী,মোহাম্মদ আলী,এ্যাডভোকেট মো: আওলাদ হোসেন, মো: রফিকুল ইসলাম, ইত্তেফাকের সাংবাদিক সফি আলম, দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেন, ইব্রাহীম হোসেন, বাদশা, হায়দারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এক নম্বর ওয়ার্ডে মিজানুর মাতাব্বরের বাড়ির সামনে থেকে আজাহারের বাড়ি পর্যন্ত হাফ কিলোমিটারের ১০ ফুট চওড়া এই রাস্তার নির্মানকাজে ব্যয় ধরা হয়েছে ৮৪ লাখ টাকা।
এই রাস্তাটি নির্মিত হলে এলাকার কয়েক হাজার পরিবারের যাতায়াতে সুবিধা ভোগ করতে পারবে।