স্টাফ রিপোর্টার:
দেশের অগ্রগতি জন্য দরকার বিজ্ঞান শিক্ষা। আর শিশু শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে বিতর্কের কোনো বিকল্প নেই। বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় মানিকগঞ্জে টানা ৪র্থ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্স আপ হয়েছে খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দল নেতা ইসরাত জাহান জয়নব। বিতর্কশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম। এসময় উপস্থিত ছিলেন, বিতর্ক প্রতিযোগিতার বিচারক রাজিবপুর আদর্শ কলেজের সহযোগি অধ্যাপক আশুতোষ রায়, জেলা উদীচীর সাবেক সভাপতি গাজী ওয়াজেদ আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সমকাল মানিকগঞ্জ প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী, সমকাল সাটুরিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাহাউল ইসলাম তুহিন প্রমুখ।
এরআগে সকাল সাড়ে ৯ টার মধ্যে মানিকগঞ্জ আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে একে একে উপস্থিত হন বিতার্কিরা। রেজিষ্ট্রেশন পর্ব শেষে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাশি নাথ সরকার।