স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রাঙ্গনে গত শনিবার ঘিওর উপজেলার বিভিন্ন গ্রামের দুঃস্থ অসহায় দরিদ্র লোকজনের মাঝে ঢেউটিন ও চেক বিতরন করেন মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ¦ এ.এম নাঈমুর রহমান দুর্জয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মহিউদ্দিন, জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক বিএসসি, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোঃ তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইকরামুল ইসলাম খবির, মোঃ আতোয়ার রহমান, সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, যুগ্ন সম্পাদক মোঃ আতোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার (ভিপি শামীম), দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হক স্বপন, যুবলীগের আহবায়ক বাবুল বেপারী। উল্লেখ্য, ৮টি পরিবার ও একটি মসজিদে ১৩ ব্যান্ডিল ঢিউটিন ও নগদ ৩৯ হাজার টাকা এবং জেলা পরিষদের উদ্যোগে ১৯টি মসজিদে এক লাখ টাকা করে চেক প্রদান করা হয়।