স্টাফ রিপোর্টার:
সারাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে এবং ফেনী জেলার সোনগাজী উপজেলার মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আসামীদের দ্রুত বিচার দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন পালন করা হয়েছে। সোমবার বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ পূজা উপযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট অসীম কুমার বিশ্বাসের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীমতি লক্ষী চ্যাটার্জী, জেলা শাখার সাবেক সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনির্বান কুমার পাল, উপদ্রেষ্টা পরিষদের সদস্য শংকর লাল ঘোষ, সাংগঠানিক সম্পাদক বাসুদেব গোশ্বামী ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আশুতোশ রায়সহ অনান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময় বক্তারা সারাদেশে নারী নির্যাতনের তীব্র প্রতিবাদ জানন এবং সোনাগাজী উপজেলার মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবী জানান।