স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র কর্নেল (অব.) আব্দুল মালেকের ১৯ তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে জেলা যুবলীগ ।
মঙ্গলবার সকালে প্রয়াত মন্ত্রী কর্নেল (অব.) আব্দুল মালেক ও তার পরিবারের মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামানা করে দোয়া করা হয় । এসময় জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ আব্দুল রাজ্জাক রাজা, যুগ্ন আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মাহাবুবুর রহমান জনি, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো: খলিলুর রহমান, সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য মোহাম্মদ ফিরোজ আলম খান, মনিরুল ইসলাম মনি, মেহেদি হাসান ফুয়াদ, সুবল সাহা, ফাইজুল ইসলাম নাজমুলসহ যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । দোয়া পরিচালনা করেন সদর থানা যুবলীগের সভাপতি মো: খলিলুর রহমান।
প্রয়াত মন্ত্রী কর্নেল (অব.) আব্দুল মালেকের সুযোগ্য পুত্র আলহাজ¦ জাহিদ মালেক স্বপন বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী। জাহিদ মালেক স্বপন তার বাবার মৃত্যুবার্ষিকীতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।