স্টাফ রিপোর্টার:
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম (৯৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা সেলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সেলিম আহমেদ জানান, কিডনি সমস্যা, রক্তশূন্যতাসহ বার্ধক্যজনিত কারণে অসুস্থ বোধ করলে বীরমাতাকে গত ১৮ আগস্ট ভোলার ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ২০ আগস্ট উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। ৩ সেপ্টেম্বর তাকে মৌটুপি গ্রামে নিয়ে আসা হয়।
মঙ্গলবার বাদ আছর বাড়ির সামনের বীরশ্রেষ্ঠ ঈদগাহ মাঠে পারিবারিক কবরস্থানে বীরমাতাকে সমাহিত করা হবে।