স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের ধানক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মঙ্গল চৌকিদার (৫০) উপজেলার বড় ভাটরা গ্রামের মৃত অমৃত লাল চৌকিদারের ছেলে।
সিন্দিয়াঘাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে দক্ষিণ জলিরপাড় গ্রামের মৃত কুমোদ বাকচীর ধানক্ষেতের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।