স্টাফ রিপোর্টার:
আশুলিয়া বাইপাইল এলাকায় নবীনগর কালিয়াকৈর মহাসড়কের পাশে জাপান অটোমবাইলস এন্ড কার এসি নামক গ্যারেজ হতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র্যাব-৪) । এ সময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামীদের মধ্যে একজন গ্যারেজ মেকার।
গ্রেফতারকৃত আসামীরা মো: হারুন আর রাশিদ গ্যারেজ মেকার (৩২) টাঙ্গাইলে কাইয়ামারা গ্রামের আব্দুল রহিম বেপারীর ছেলে ও মো: আব্দুল লতিফ (৫২) সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার দতিপুর গ্রামের আ: গনি সরকারে ছেলে।
র্যাব,জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (র্যাব-৪) এ এস পি অনুপম এর নেতৃতে একটি আভিযানিক দল সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে আশুলিয়া প্রেসক্লাবের পূর্বপাশে উক্ত গ্যারেজে আটককৃতদের শরীরে তল্লাশি চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ তাদের আটক করে।
তারা বহুদিন ধরে দেশের সীমান্তবর্তী জয়পুরহাট থেকে ইয়াবা এনে আশুলিয়ায় বিভিন্ন এলাকায় ব্যবসা পরিচালনা করতো।
(র্যাব-৪) এর পক্ষ থেকে জানানো হয় দুপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।