স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সাটুরিয়া স্বাস্থ্য বিভাগ ১৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। ওই নমুনা রিপোর্টে রোববার দুপুরে ইউএনওসহ ৪ জনের করোনা পজিটিভ বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সাটুরিয়া ইউএনও আশরাফুল আলম গত বছর সাটুরিয়া উপজেলায় যোগদানের পর থেকেই করোনা সম্মুখযোদ্ধা হিসাবে পরিচিত। সাটুরিয়া করোনা রোগীদের খোঁজখবর ও তাদের পরিবারকে সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কাজ করে প্রশংসিত হন তিনি। আক্রান্ত হওয়া রোগীদের মনোবল ঠিক রাখতে সব সময় উজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছিলেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।