স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী জাহিদ মালেকের আয়োজনে মানিকগঞ্জে শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বক্তব্যে তিনি বলেন, আজ বঙ্গবন্ধু কন্যা মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে জায়গা করে নিয়েছে। আপনার সকলেই মানবতার নেত্রীর জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আগামী দিনগুলিতে যেন তিনি বাংলাদেশকে বিশ্বের একটি অন্যতম দেশে রুপান্তর করতে পারেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারি, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা পরিষদ সদস্য শামীম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগে নেতা ইরাদ কোরাইশী ইমন।
আলোচনা সভা শেষে কেককাটা, মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।