স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন, দোয়া মাহফিল ও মিলাদ মাহফিল ও পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করেছে সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগ।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও মানিকগঞ্জ ডায়বেটিক সমিতির সাধারন সম্পদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সুলতানুল আজম খান আপেল।
সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গনে সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি মো: নাদিম হোসেনের সভাপতিত্বে সাধারন সম্পাদক আসিফ আহম্মেদ শিশিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের প্রভাষক জাফর ইকবাল, জেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও পৌর যুবলীগ নেতা সামিউল আলম রনি, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক অভিজিৎ সরকারসহ অন্যান্যরা।
জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মেয়র প্রার্থী সুলতানুল আজম খান আপেল তার বক্তব্যে বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।