শুভংকর পোদ্দার, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) এর হরিরামপুর উপজেলা শাখার ১০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক সংবাদের হরিরামপুর উপজেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম মাহি আহ্বায়ক ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মো. আবিদ হাসান আবেদ মনোনিত হয়েছেন।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস এ কমিটি ঘোষণা করেন।
কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক দৈনিক সমাচারের জ. ই. আকাশ এবং ২নং যুগ্ম আহ্বায়ক দৈনিক সবুজ নিশানের মো. সাইফুল ইসলাম মনোনীত হয়েছেন। এছাড়া সদস্য পদে দৈনিক আলোকিত সকালের রাকিবুল ইসলাম, যায়যায়দিনের শুভংকর পোদ্দার, আমার সংবাদের সজিব গুহ মজুমদার, প্রতিদিনের চিত্রের মো. শামীম মোল্লা, সাপ্তাহিক অগ্নিবিন্দুর আবু সাই (আবু সায়েম) ও দৈনিক শীর্ষবার্তার সাকিব আহমেদ মনোনীত হয়েছেন।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক আকরাম হোসেন, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, যমুনা টেলিভিশনের মানিকগঞ্জের স্টাফ রিপোর্টার বি এম খোরশেদ, ঘিওর উপজেলা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু সহ জেলার সাংবাদিকবৃন্দ।