স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জে তাড়াইল উপজেলার তাড়াইল বাজার এলাকায় একটি বিদেশি রিভলবারসহ এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৫ অক্টোবর) সকালে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম শোভন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মো. ফখরুল আলম মুক্তার (৩৩) তাড়াইল বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক ভূঞা মোতাহার ছেলে।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তাড়াইল বাজার এলাকায় অস্ত্র বেচাকেনা হয়।পরে র্যাবের একটি আভিযানিক দল গত রাতে ওই এলাকায় অভিযান চালায়। সেখানে ইংল্যান্ডের তৈরি এক বিদেশি রিভলবার বিক্রয়ের সময় হাতেনাতে মো. ফখরুল আলম মুক্তারকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার অস্ত্র কারবারি দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসা করার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে তাড়াইল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাবেই এই কর্মকর্তা।