স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে শিবালয় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মলম পার্টির ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির।
গ্রেপ্তাররা হলেন— ঘিওর উপজেলার তেরশ্রী এলাকার মো. রাজ্জাক চৌধুরী (৩৫), মাসুম ফারুক চৌধুরী (৪০),রাজবাড়ি সদর উপজেলার আলাদীপুর এলাকার সাগর মিয়া (৪২), টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার আটিয়া উলাইল এলাকার মো. আনিসুর রহমান (২৭),পটুয়াখালী জেলার দুমকি উপজেলার উত্তর মুরাদিয়া এলাকার শহীদুল ইসলাম।
ওসি ফিরোজ কবির জানান, রোববার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।