স্টাফ রিপোর্টার :
প্রভাত সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ও মানিকগঞ্জের বিশিষ্ট ক্রীড়াবিদ প্রয়াত শান্তনু রায়ের ১২তম মৃত্যুবার্ষিকী পালন করেছে প্রভাত সংঘ।
আজ বৃহস্পতিবার সকাল নয়টায় জেলা শহরের রিজার্ভ ট্যাংক এলাকায় শান্তনু রায় স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলী জানান সংগঠনটির কর্মকর্তা ও অন্যান্যরা। শ্রদ্ধাঞ্জলী অর্পণশেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তুষারকান্তি সরকার তপু, সাবেক ক্রীড়াবিদ শংকর লাল ঘোষ, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, দপ্তর সম্পাদক মো: আকরাম হোসেন, সাবিসের কোষাধ্যক্ষ কামাল আহম্মেদ কমল, শান্তনু রায়ের মা শুক্লা রায়, দীপ্ত ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, ১২ বছর আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন মানিকগঞ্জের কৃতি ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক শান্তনু রায়। তাঁর অকাল মৃত্যুতে মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে কিছুটা ক্ষতি কমিয়ে আনা সম্ভব।
এরআগে, তাঁরা শান্তনু রায় সরণী থেকে শোক র্যালী বের করেন।