তরুণ ও সুস্থ ব্যক্তিরা ২০২২ সালের আগে করোনার টিকা পাচ্ছেন না। টিকা দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী ও অতিঝুঁকিতে থাকা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘অধিকাংশ মানুষই একমত যে, স্বাস্থ্যকর্মী ও সামনের সারিতে থাকা কর্মীদের দিয়ে শুরু করতে হবে, তবে সেখানেও আপনাকে অতিঝুঁকিতে থাকা ব্যক্তিদের নির্দিষ্ট করতে হবে, তারপর বয়স্ক ও অন্যান্য।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা বলেন, ‘অনেক নির্দেশনা আসতে যাচ্ছে, তবে আমি গড় মানুষদের বিষয়টি ভাবছি, একজন স্বাস্থ্যবান তরুণকে টিকার জন্য হয়তো ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
করোনার টিকার সহজ প্রাপ্যতার বিষয়ে তিনি জানান, ২০২১ সালের মধ্যে অন্তত একটি কার্যকর টিকা আসবে। তবে তার সংখ্যা হবে সীমিত।
করোনায় সম্প্রতি মৃতের হার কমায় তা নিয়ে আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই বলেও সতর্ক করেছেন স্বামীনাথ।
তিনি বলেন, ‘মৃতের সংখ্যা বৃদ্ধি সবসময় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পেছনে থাকে। মৃতের সংখ্যা কমে এসেছে তা নিয়ে আমাদের আত্মতৃপ্তিতে ভোগা উচিত নয়।’