বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সাটুরিয়া সদর হাটে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সাটুরিয়া থানা পুলিশ।
ফাতেমা তুজ জোহরা জানান, সাটুরিয়া হাটে সরকার নির্ধারিত দামে আলু বিক্রি না করে ৫০ টাকা কেজি দরে আলু বিক্রি করায় তিন ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে আলু ব্যবসায়ী মুনির হোসেনকে পাঁচ হাজার টাকা, হাবিব রহমান ও হৃদয় সাহাকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
হাটে অন্যান্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ফাতেমা তুজ জোহরা।