হাসান চৌধুরী,শিবালয়
মানিকগঞ্জের শিবালয়ে সকাল ১০টা ৫ মিনিটে শিবালয় থানা পুলিশের উদ্যোগে শিবালয় ইউনিয়ন পরিষদ চত্বরে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী র্যালী, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবালয় থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির এর আহবানে সমাজ ব্যবস্থা সু-শৃঙ্খল সুশাসনের লক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।
শিবালয় থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিক, সাহিত্যিক, স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, শিল্পী, ব্যবসায়ী, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, মসজিদের ইমাম, ডাক্তার, মানবাধিকার কর্মী, কৃষক, গৃহিনীসহ সুশীল সমাজের সূধিজন এ সমাবেশে সমাবেত হন। সভাপতি তার বক্তব্যে বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জন সচেতনতা গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সামাজিক শৃঙ্খলা জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন ঘটনায় অপরাধীকে আইনের আওতায় এনে দায়িত্ব পালনে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে। তিনি আরো বলেন, দেশসেবা ও জনগণের কল্যানে সর্বোচ্চ আন্তরিকতা সর্বদা সর্বোত্বভাবে জনগণের পাশে থাকব ইনশাল্লাহ।