স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে বেতিলা মিতরা এলাকায় ট্রাকচাপায় মিরাজ আব্দুল্লাহ বিন সিদ্দীক (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হেমায়েতপুর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিতরা তেলের পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান।
মিরাজ আব্দুল্লাহ বিন সিদ্দীক মাগুড়া জেলার স্টেডিয়াম পাড়া এলাকার মির্জা কৌশিক সিদ্দীকীর ছেলে।
ওসি আকবর আলী খান জানান, সকালে ঢাকামুখী গ্যাসের সিলিন্ডারবোঝাই একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ওই ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান মিরাজ আব্দুল্লাহ বিন সিদ্দীক।
এ ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।