এস এম আকরাম হোসেন:
মানিকগঞ্জ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকায় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
জেমস কনসাল্টিং অ্যান্ড কনস্ট্রাকশন আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুল কামরুল হক মাসুদ, সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল, যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেমস কনসাল্টিং অ্যান্ড কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জাকির হোসেন প্রমুখ। অ্যাসোসিয়েশনের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা এই সভায় অংশগ্রহণ করেন।
সভাশেষে প্রীতিভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।এতে সঙ্গীত পরিবেশন করেন কন্ঠশিল্পী ইমন খান, মহুয়া, সুশান্ত হালদার ও তছলিম হৃদয়। তাঁদের গানে তবলায় সঙ্গত দেন গৌরব, কীবোর্ডে আলী এবং অক্টোপ্যাডে শান্ত।