1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৯:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণদের আস্থা আর বয়োজ্যেষ্ঠদের নির্ভরতার প্রতীক চেয়ারম্যান প্রার্থী সাদ্দাম হোসেন মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ ভোটেথাকছেনই সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ফুফাতো ভাই ইসরাফিল মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল উপ-সহকারী প্রকৌশলীর সিংগাইরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন-এমপি টুলু মানিকগঞ্জে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপিপন্থী দুই নেতার বহিষ্কার দাবিতে মিছিল মানিকগঞ্জে সেতুর উপর ট্রাক বিকল, ঝিটকা – মানিকগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ, ভোগান্তি বার্সেলোনাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল ভাড়াটিয়ার ঘরে মিললো বাড়িওয়ালার স্ত্রীর গলাকাটা লাশ ঢাকায় দুই দুর্ঘটনা: পোশাক ও পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু মে মাসে ঢাকা আসছেন বিনয় কোয়াত্রা

বাংলাদেশ তরিকত অনুসারী পরিষদের কার্যনির্বাহী, উপদেষ্টা ও পৃষ্ঠাপোষক কমিটি গঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৭৯৭ বার দেখা হয়েছে

এস এম আকরাম হোসেন :

অধ্যাপক শাহ্ মো. আব্দুল হামিদ মিয়া আল মোজাদ্দেদীকে সভাপতি এবং ফকির শাহ্ মো. আব্দুর রউফ বিশ্বাসকে মহাসচিব করে আগামী তিনবছরের জন্য বাংলাদেশ তরিকত অনুসারী পরিষদের ১১১-সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রবিবার (১৮ অক্টোবর) এ তথ্য পাওয়া গেছে। ১৯ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলা শহরের স্বর্ণকারপট্টি এলাকায় সৈয়দ শাহ মফিজ উদ্দিন (র.)এর পাক দরবারে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠিত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভাপতি অধ্যাপক শাহ্ মো. আব্দুল হামিদ মিয়া আল মোজাদ্দেদী বিগত কমিটির সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন এবং মহাসচিব ফকির শাহ্ মো. আব্দুর রউফ বিশ্বাস বিগত কমিটিরও মহাসচিব ছিলেন।

 

কার্যনির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: সভাপতিমন্ডলীর সদস্য- সৈয়দ সালেকীন হাসান রেজভী (গাউছুল আযম বড়িয়াবড়ি পাক দরবার, কালিয়াকৈর, গাজীপুর), সৈয়দ শাহ হোসেন রফিকুল হক (ডাকরখালী, হরিরামপুর, মানিকগঞ্জ), আলহাজ্জ্ ফকির বকশী জাঁহাগীর আলী মিঞা (চকহরিচরণ, দৌলতপুর, মানিকগঞ্জ), প্রকৌশলী মো. জয়নাল আবেদীন (শম্ভুগঞ্জ পাক দরবার শরীফ, ময়মনসিংহ), মৌ. ইমদাদুল হক আল মোজাদ্দেদী (বেরুয়াইন, লাকসাম, কুমিল্লা), শাহ্ মো. আরিফুর রহমান (গড়পাড়া ইমামবাড়ী, মানিকগঞ্জ), ডা. সাজ্জাদ কবির (গঙ্গাধরপট্টি, মানিকগঞ্জ), শাহ্ মো. হায়দার আলী (টানগোপাল নগর, সিংগাইর, মানিকগঞ্জ), শাহ্ মো. আলী আকবর (চাঁদপুর/রসুলপুর, ফরিদপুর), শাহ্ মাস্তান লিয়াকত আলী ভান্ডারী (জয়রা, মানিকগঞ্জ) এবং খাজা মো. শরীফ উদ্দিন (ঝিটকা দরবার শরীফ, হরিরামপুর, মানিকগঞ্জ), সহসভাপতি-শাহ্ নূর মোহাম্মদ (কামরাঙ্গীরচর, ঢাকা), কন্ঠশিল্পী মো. কাজল দেওয়ান (মিরপুর, ঢাকা), ডা. মো. তহুরাজ্জামান (সভাপতি, বাংলাদেশ তরিকত অনুসারী পরিষদ, রাজবাড়ী), খাজা মো. নুরুল ইসলাম (চিশতিয়া পাক দরবার শরীফ, ঝিটকা, হরিরামপুর, মানিকগঞ্জ), শাহ্ মো. বরজক আলম, হামিদপুর উয়াছেী পাক দরবার শরীফ, জামালপুর), খাজা মো. আতিকুর রহমান (গঞ্জে তৌহিদ চিশতিয়া পাক দরবার শরীফ, হাটিপাড়া, মানিকগঞ্জ), শাহ্ মো. আইয়ুব আলী উয়ায়েছী (কোয়ালীপাড়া উয়ায়েছী পাক দরবার, নাটোর), সৈয়দ জোবায়ের আল জাহিদ (টোপের বাড়ী চিশতিয়া পাক দরবার শরীফ, ধামরাই, ঢাকা), শাহ্ মো. সিরাজুল ইসলাম (গাংডুবি, ঘিওর, মানিকগঞ্জ) এবং ফকির শাহ্ আশেক মোর্শেদ সুজন (কালিয়াকৈর, গাজীপুর), যুগ্ম সচিব-পীরজাদা শাহাজাদা রহমান বাঁধন (গড়পাড়া ইমাম বাড়ী, মানিকগঞ্জ), সৈয়দ লিটন শাহ্ (সৈয়দ কালুশাহ্ (র.) পাক দরবার শরীফ, কাউন্নারা, সাটুরিয়া, মানিকগঞ্জ), শাহ্ মো. আজাদ বিন হারুন (বাঠইমুড়ী শাহী মঞ্জিল, ঘিওর, মানিকগঞ্জ), পাগল আলম চান (হযরত ছেল্লাল পাগলা দরবার শরীফ, গুজুরী, মানিকগঞ্জ) এবং মো. রজব আলী দেওয়ান (মিরপুর মাজার সংলগ্ন বাউল সমিতি, ঢাকা), সাংগঠনিক সচিব- শাহ্ মো. আক্কাছ আলী (বাইপাইল, সাভার, ঢাকা), সহকারী সাংগঠনিক সচিব- ফকির সাব্বির আলম জুয়েল (ফকির ইসহাক উয়ায়েছী পাক দরবার, বানিয়াজুরী, ঘিওর, মানিকগঞ্জ), খাজা মো. মোনাযেম খান (গঙ্গারামপুর, হরিরামপুর, মানিকগঞ্জ) এবং খাজা মো. বাবুল মিয়া চিশতি (রত্নদিয়া চিশতিয়া পাক দরবার শরীফ, মানিকগঞ্জ), অর্থ সচিব- শাহ্ মো. আনোয়ারুজ্জামান (বেউথা, মানিকগঞ্জ), সহকারী অর্থ সচিব-শাহ্ মো. আতাউর রহমান (সুলতানপুর, মানিকগঞ্জ), প্রচার সচিব- সৈয়দ এ গোলাম আবুল সরকার (তিল্লী, সাটুরিয়া, মানিকগঞ্জ), সহকারী প্রচার সচিব- শাহ্ মো. মনির সরকার (শিমুলিয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ) এবং শাহ্ মো. হেলাল সরকার (জামশা, শিবালয়, মানিকগঞ্জ), দপ্তর সচিব- শাহ্ মো. নজরুল ইসলাম (হিজলাইন, মানিকগঞ্জ), সহকারী দপ্তর সচিব-শাহ্ মো. মোসলেম উদ্দিন (বান্দুটিয়া, মানিকগঞ্জ), শিক্ষা সচিব- শাহ্ মো. মোশারফ হোসেন (লেখক ও সাহিত্যিক), সহকারী শিক্ষা সচিব- খাজা মো. মজিবুর রহমান (হাপানিয়া, হরিরামপুর, মানিকগঞ্জ), মো. মনোয়ার হোসেন (চাঁদপুর/রসুলপুর, ফরিদপুর) এবং মো. আনোয়ার হোসেন (চাঁদপুর/রসুলপুর, ফরিদপুর), স্বাস্থ্য বিষয়ক সচিব- শাহ্ মো. মকবুল হোসেন (খলিলাবাদ, সাটুরিয়া, মানিকগঞ্জ), সহকারী স্বাস্থ্য বিষয়ক সচিব-শাহ্ মো. জয়নাল আবেদীন (শিবালয়, মানিকগঞ্জ), শাহ্ মো. মতিয়ার রহমান (তেরশ্রী, ঘিওর, মানিকগঞ্জ) এবং মো. আওলাদ হোসেন (চরবাইলজুরী, ঘিওর, মানিকগঞ্জ), সমাজ কল্যাণ সচিব- শাহ্ মো. আব্দুল ওহাব (ইসলামনগর, সিংগাইর, মানিকগঞ্জ), সহকারী সমাজ কল্যাণ সচিব-মো. জাহাঙ্গীর আলম ভুইয়া (শিবালয়, মানিকগঞ্জ), খাজা মো. মোতাহার আলী (রাইনিদ, হরিরামপুর, মানিকগঞ্জ) এবং শাহ্ আব্দুল্লাহ আল মারুফ (রামকান্তপুর, ঘিওর, মানিকগঞ্জ), ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব- ফকির মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস (সাংবাদিক), সহকারী ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব- শাহ্ মো. বেল্লাল হোসেন (বেনীমাধব, ঘাটাইল, টাঙ্গাইল), খাজা মো. আজহার আলী (ঝিটকা দরবার শরীফ, হরিরামপুর, মানিকগঞ্জ) ও মো. নাঈম খান (ইসলামনগর, সিংগাইর, মানিকগঞ্জ), মহিলা বিষয়ক সচিব- অধ্যাপক সালেহা খানম (৭৭, দক্ষিণ সেওতা, মানিকগঞ্জ), সহকারী মহিলা বিষয়ক সচিব- নাজমুল লুৎফা খানম (কামরাঙ্গীরচর, ঢাকা), সৈয়দা মুক্তি শাহনাজ (সৈয়দ কালুশাহ্ পাক দরবার শরীফ, কাউন্নারা, সাটুরিয়া, মানিকগঞ্জ) ও ফিরোজা বেগম (কৈট্টা, সাটুরিয়া, মানিকগঞ্জ), আন্তর্জাতিক বিষয়ক সচিব- হাফেজ খন্দকার জালাল আহমেদ চিশতি (বরিয়াবর, কালিয়াকৈর, গাজীপুর), সহকারী আন্তর্জাতিক বিষয়ক সচিব-সৈয়দ জাহাঙ্গরি আলম (সড়কঘাটা, ঘিওর, মানিকগঞ্জ) এবং সৈয়দ নিশান শাহ্ (সৈয়দ কালুশাহ্ পাক দরবার শরীফ, কাউন্নারা, সাটুরিয়া, মানিকগঞ্জ), কেন্দ্রীয় সমন্বয় সচিব- শাহ্ শাহী আহমেদ (গড়পাড়া পীর বাড়ী, মানিকগঞ্জ), সহকারী কেন্দ্রীয় সমন্বয় সচিব- ফকির মো. মোশারফ হোসেন (রাধাকান্তপুর, ঘিওর, মানিকগঞ্জ), আইন বিষয়ক সচিব- খাজা অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন (জজকোর্ট, মানিকগঞ্জ), সহকারী আইন বিষয়ক সচিব-সৈয়দ রাহাত হোসেন রেজভী (বরিয়াবর, কালিয়াকৈর, গাজীপুর), শাহ্ মো, আব্দুল খালেক (চকহরিচরন, দৌলতপুর, মানিকগঞ্জ) এবং মো. মাসুদ বিশ্বাস (করিম শাহ্ পাক দরবার শরীফ, মানিকগঞ্জ), নির্বাহী সদস্য-শাহ্ মো. মক্তল হাসান (হেমায়েতপুর, সাভার, ঢাকা), মো. মহীউদ্দিন (চেয়ারম্যান, ফরদাবাদ ইউনিয়ন পরিষদ, ব্রাহ্মনবাড়িয়া), মো. হারান মন্ডল (চাঁদপুর/রসুলপুর, ফরিদপুর), খাজা মো. সুরুজ মিয়া (ফটিয়ামারী, মধুপুর, টাঙ্গাইল), খাজা আতোয়ার রহমান চিশতি (বানিয়াজুরী, ঘিওর, মানিকগঞ্জ), শাহ্ মো. শফিউদ্দিন (দক্ষিণ মকিমপুর, মানিকগঞ্জ), মৌলভী মো. হাবিবুর রহমান (জাবরা, ঘিওর, মানিকগঞ্জ), মৌলভী মো. আবুল কালাম আজাদ(জাবরা, ঘিওর, মানিকগঞ্জ), শাহ্ মো আতোয়ার রহমান (রাধাকান্তপুর, ঘিওর, মানিকগঞ্জ), মো. সেলিম মিয়া (গোলাপনগর, ঘিওর, মানিকগঞ্জ), শাহ্ মো সাইদুর রহমান (গড়পাড়া পীর বাড়ী, মানিকগঞ্জ), সৈয়দ মো. গিয়াস উদ্দিন (সৈয়দ কালুশাহ্ পাক দরবার শরীফ, কাউন্নারা, সাটুরিয়া, মানিকগঞ্জ), শাহ্ মো. ফেরদৌস রহমান (আফতাব চাঁন দরবেশ পাক দরবার, গড়পাড়া, মানিকগঞ্জ), মো. শহীদুল ইসলাম (রাজবাড়ী), মো. শফী উদ্দিন (গড়পাড়া ইমাম বাড়ী, মানিকগঞ্জ), শাহ্ মো. ফারুক হোসেন (রাধাকান্তপুর, ঘিওর, মানিকগঞ্জ), খাজা মো. আজাহার আলী (গোফত, মধুপুর, টাঙ্গাইল), খাজা মো. হাবিবুর রহমান(গোফত, মধুপুর, টাঙ্গাইল), মো. জসিম উদ্দিন (ডিহিকাটিগ্রাম, মানিকগঞ্জ), মো. আলতাফ হোসেন (গড়পাড়া ইমাম বাড়ী, মানিকগঞ্জ), শাহ্ মো. নজরুল ইসলাম (পার যমুনাবাদ, শিবালয়, মানিকগঞ্জ), শাহ্ মো. নুরুল ইসলাম (যমুনাবাদ, শিবালয়, মানিকগঞ্জ), শাহ্ মো. বেলায়েত হোসেন (ধামশ্বর, দৌলতপুর, মানিকগঞ্জ), শাহ্ মো. শফিকুল ইসলাম (বানিয়াজুরী, ঘিওর, মানিকগঞ্জ), শাহ্ মো. দেলোয়ার হোসেন (জয়রা, মানিকগঞ্জ), মো. মফিজুল ইসলাম (জয়রা, মানিকগঞ্জ), শাহ্ মো. মফিজ উদ্দিন (বাঙ্গালা, সিংগাইর, মানিকগঞ্জ), খাজা মো. বেলায়েত হোসেন (ভাদিয়াখোলা, হরিরামপুর, মানিকগঞ্জ), শাহ্ মো. মফিকুল ইসলাম (টেপরী কাদেরিয়া পাক দরবার শরীফ, দৌলতপুর, মানিকগঞ্জ), ধ্বনী আহম্মদ (ফুকুরহাটি চিশতিয়া পাক দরবার শরীফ, সাটুরিয়া, মানিকগঞ্জ), মো. মামুন বিশ্বাস (হযরত করিম শাহ্ পাক দরবার শরীফ, মানিকগঞ্জ), মো. বাচ্চু মিয়া (হযরত বাহের শাহ্ পাত দরবার শরীফ, শিবালয়, মানিকগঞ্জ), মো. আব্দুল আজিজ (হযরত বাহের শাহ্ পাক দরবার শরীফ, শিবালয়, মানিকগঞ্জ), ফজর মোহাম্মদী (হযরত বাহের শাহ্ পাক দরবার শরীফ, শিবালয়, মানিকগঞ্জ),ফারুক মোহাম্মদী (উথলী, শিবালয়, মানিকগঞ্জ), দেওয়ান রাশেদ ভান্ডারী (বারাহিরচর, মানিকগঞ্জ), খাজা মো. এখলাছ উদ্দিন (কুটিরহাট, হরিরামপুর, মানিকগঞ্জ), এস এম মালেক ভান্ডারী (দৌলতপুর, মানিকগঞ্জ), শাহ্ মো. ইউসুফ আলী (মহাদেবপুর, শিবালয়, মানিকগঞ্জ), শাহ্ মো. আব্দুল আওয়াল, পয়লা, ঘিওর, মানিকগঞ্জ) এবং মো. সিরাজুল ইসলাম (সৈয়দ কালুশাহ্ পাক দরবার শরীফ, কাউন্নারা, সাটুরিয়া, মানিকগঞ্জ)।

 

৩৬ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিতে রয়েছেন- দিলারা হাফিজ (গড়পাড়া ইমাম বাড়ী, মানিকগঞ্জ), সৈয়দ বাদশাহ আলম (সৈয়দ কালুশাহ্ (র.)পাক দরবার শরীফ, কাউন্নারা, সাটুরিয়া, মানিকগঞ্জ), ড. শাহ্ মিফতাহুর রহমান (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়), শাহ্ ড. মোবারক আহম্মদ খান (উপদেষ্টা, পাট মন্ত্রনালয়), হযরত মাওলানা আব্দুল বারি জিহাদী (মোজাদ্দেদিয়া পাক দরবার শরীফ, ইরুয়াইন, লাকসাম, কুমিল্লা), মো. এরশাদ হোসেন (নোয়াপুর মোজাদ্দেদিয়া পাক দরবার, গাজীপুর), মো. কামরুজ্জামান (অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গনপূর্ত অধিদপ্তর), সৈয়দ সামছুল আরেফিন রেজভী(গাউছুল আযম বড়িয়াবড়ি পাক দরবার, কালিয়াকৈর, গাজীপুর), সৈয়দ রওশন হোসেন রেজভী (গাউছুল আযম বড়িয়াবড়ি পাক দরবার, কালিয়াকৈর, গাজীপুর), ডা. আবেদীন আরেফিন (গাউছুল আযম বড়িয়াবড়ি পাক দরবার, কালিয়াকৈর, গাজীপুর), খাজা মো. মোনোয়ার হোসেন (খাজা কাওছার আলী পাক দরবার, ঝিটকা, হরিরামপুর, মানিকগঞ্জ), খাজা মো. জাকির হোসেন মিঠু (খাজা কাওছার আলী পাক দরবার, ঝিটকা, হরিরামপুর, মানিকগঞ্জ), ফকির শফিউল বাশার (ফকির মওলা পাক দরবার, আজিমপুর, সিংগাইর, মানিকগঞ্জ), মো. জালাল উদ্দিন (সাহেলী কাজিমিয়া পাক দরবার, শিবালয়, মানিকগঞ্জ), শাহ্ মো. মামুন বিন হারুন (বাঠইমুড়ী শাহী মঞ্জিল, ঘিওর, মানিকগঞ্জ), আলহাজ্জ এম এ উয়াহিদ সাবুরী (ইছাপুর ডিগ্রী কলেজ রোড, কালিকাপুর, কুমিল্লা), সৈয়দ নাঈম উদ্দিন (দৌলতনগর দরবার শরীফ, বিজয়নগর, ব্রাহ্মনবাড়িয়া), আল্লামা এস এ কাদেয়া কিবরিয়া (গাজীরচট, আশুলিয়া, সাভার, ঢাকা), শাহ্ মো. আজিজার রহমান (তিস্তাপাড়া, ভাউলাগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়), শাহ্ মো. নূরুল ইসলাম (শালডাঙ্গা, পঞ্চগড়), সৈয়দ মো. আক্তার হোসেন (হযরত লোকমান শাহ পাক দরবার, ঝিটকা, হরিরামপুর, মানিকগঞ্জ), শাহ্ মো. আব্দুল কুদ্দুস (খলিলাবাদ, সাটুরিয়া, মানিকগঞ্জ), সৈয়দ মোস্তাক হোসেন (সৈয়দ কালুশাহ্(র.)পাক দরবার শরীফ, কাউন্নারা, সাটুরিয়া, মানিকগঞ্জ), শাহ্ মো. আক্তার হোসেন (ছোট কুষ্টিয়া, শিবালয়, মানিকগঞ্জ), শাহ্ মো. সুলতান উদ্দিন আহমেদ (হিজুলী, মানিকগঞ্জ), শাহ্ মো. বজলে কাদের (কামরাঙ্গীরচর, ঢাকা), অধ্যাপক শাহ্ মো. জুলফিকার-ই-হায়দার (জিবিজি কলেজ, ঘাটাইল, টাঙ্গাইল), শাহ্ মো. আলাউদ্দিন (বেলতা, শিবালয়, মানিকগঞ্জ), শাহ্ মো. আলমগীর হোসেন (কচুয়া, হরিরামপুর, মানিকগঞ্জ), শাহ্ মো. মোফাজ্জেল হোসেন (কচুয়া, হরিরামপুর, মানিকগঞ্জ), অ্যাডভোকেট পি.এম. ফতে ইবনে জামিল (গরীবে আযম দরবার শরীফ, ঠাকুর কান্দি, শিবালয়, মানিকগঞ্জ), পীরজাদা হযরত শাহ্ মো. জুবায়ের (বাইচাইল, ঘাটাইল, টাঙ্গাইল), শাহ্ মো. মজিবুর রহমান (গৌরাঙ্গী, ঘাটাইল, টাঙ্গাইল), খাজা মো. গোরাম মোস্তফা (খাজা দেওয়ান আব্দুর রশিদ পাক দরবার, ঝিটকা, হরিরামপুর, মানিকগঞ্জ), একেএম শহীদুল্লাহ (দোতরা, ঘিওর, মানিকগঞ্জ) এবং সৈয়দ নাজির শাহ্ (বারাহিদিয়ারা, মানিকগঞ্জ)।

 

পাঁচ সদস্যবিশিষ্ট পৃষ্ঠপোষক পরিষদে রয়েছেন- আলহাজ্জ্ব আফরোজা বেগম চাতক (বসুন্ধরা গ্রুপ), মমতাজ বেগম এমপি, গাজী কামরুল হুদা সেলিম (মেয়র, মানিকগঞ্জ পৌরসভা), মো. রমজান আলী (সাবেক মেয়র, মানিকগঞ্জ পৌরসভা), নীনা রহমান (সভানেত্রী, জেলা মহিলা আওয়ামীলীগ, মানিকগঞ্জ)।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury