নুসরাত জাহান তনিমা:
নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে জেলা প্রশাসন ও মানিকগঞ্জ পৌরসভার যৌথ্য উদ্যোগে ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা এবং মশানিধন অভিযান শুরু হয়েছে। এ জনসচেতনামূলক কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
রোববার (১ নভেম্বর) দুপুরে পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমের সভাপতিত্বে জেলা শহরের খালপাড় এলাকায় ভাষা শহীদ রফিক চত্বরে অন্যান্যদের মধ্যে পৌরসভার সচিব বজলুর রহমান, প্যানেল মেয়র ডা: জেসমিন আক্তার, কাউন্সিলর সাবিহা হাবিব, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রতন মজুমদার, মেয়ররের পিএ শাহাদাত হোসেন টিপুসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনকালে জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, শীতের সময় পোকা মাকড়, মশার উপদ্রব বেড়ে যায়। এ সময়ে বাড়ির চারপাশ পরিষ্কার পরিছন্ন রাখা জরুরি। বিভিন্ন ময়লা আবর্জনা ও জমে থাকা পানিতে মশার বসবাস। তাই সকলকে মশাবাহিত রোগ থেকে পরিত্রাণ পেতে পরিষ্কার পরিছন্নতার বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। এছাড়া সামনে শীতের সময়ে করোনা সংক্রামণ বাড়তে পারে তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে সকল পড়ে সকল প্রতিষ্ঠানের সেবা গ্রহন করার আহবান জানান।