পুত্র সন্তানের মা হলেন ‘ম্যায় হু না’ সিনেমাখ্যাত বলিউড অভিনেত্রী অমৃতা রাও। সোমবার (২ নভেম্বর) সকালে পুত্র সন্তানের জন্ম দেন অমৃতা। মা-ছেলে দুজনেই সুস্থ রয়েছেন। মুম্বাই মিরর এ খবর প্রকাশ করেছে।
অন্যদিকে অমৃতা ও তার স্বামী আনমুল যৌথ একটি বিবৃতি প্রকাশ করেছেন। এতে জানানো হয়েছে—আজ সকালে পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছেন অমৃতা-আনমুল দম্পতি। পুত্র ও মা দুজনেই সুস্থ রয়েছেন। দোয়া ও শুভকামনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন এই দম্পতি।
দীর্ঘ সাত বছর প্রেম করার পর ২০১৬ সালে বিয়ে করেন অমৃতা ও আনমুল। তাদের বিয়েও ঘরোয়া পরিবেশে হয়। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা বিয়েতে উপস্থিত ছিলেন।
‘ইসক ভিসক’, ‘জলি এলএলবি’, ‘দ্য লিজেন্ট অব ভগত সিং’, ‘বিবাহ’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন অমৃতা রাও। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঠাকরে’। শিবসেনা প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের জীবনী নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।
/মহিদ